There are 4 easy steps:


1. Please choose your favorite books and place an Order Request.
2. We will send you an email approving your Order Request. 
3. Upon receiving the Order Approval, you may wish to proceed with the order and make a payment, or cancel/modify your order. Please complete your purchase by e-transferring the total amount of purchase to the following email address: grantha.kunja@gmail.com
Currently, we are accepting payment only by e-transfer.
4. Upon payment, we will procure your selected books in Bangladesh and/or India and ship the items to our Toronto hub. The books will first reach Toronto, then to your hands between 1-3 weeks from the time the order is placed!

After your purchased books arrive in Toronto, you can pick up your books in one of 3 ways:

1. If you live in Toronto/Scarborough/Mississauga, we will deliver the books to you in person at a chosen location/address.

2. We can send the books to your address by Canada Post for a fee, from Toronto or directly from Asia.

3. You can also collect the books yourself directly from us. We are located in downtown Toronto.


কীভাবে অর্ডার করবেন এবং পেমেন্ট করবেন: 
৪টি ধাপ রয়েছে:
১. আপনার প্রিয় বইয়ের অর্ডার দিন।
২. আপনার অনুরোধ অনুমোদন করে আমাদের হতে আপনি একটি ইমেল পাবেন।
৩. অর্ডার অনুমোদিত হওয়ার পর, আপনি অর্ডারটি নিয়ে এগিয়ে যেতে বা অর্ডারটি বাতিল বা পরিবর্তন করতে পারেন। অর্ডারটি নিয়ে এগিয়ে যেতে চাইলে অনুগ্রহ করে নিম্নলিখিত ইমেল ঠিকানায় ক্রয়ের মোট পরিমাণ ই-ট্রান্সফার করে আপনার ক্রয় সম্পূর্ণ করুন: grantha.kunja@gmail.com
বর্তমানে আমরা শুধুমাত্র ই-ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করছি।
৪. পেমেন্ট সম্পূর্ণ হওয়া মাত্রই, আমরা বাংলাদেশ এবং/বা ভারতবর্ষ হতে আপনার নির্বাচিত বই সংগ্রহ করে বইগুলো আমাদের টরন্টো হাবে পাঠাব। অর্ডার দেওয়ার সময় থেকে বইগুলো ১-৩ সপ্তাহের মধ্যে প্রথমে টরন্টো, তারপর আপনার হাতে পৌঁছে যাবে!

টরন্টোতে আপনার অর্ডারকৃত বই আসবার পর তিনটি উপায়ে আপনি বই সংগ্রহ করতে পারবেন:
১. আপনি টরন্টো, স্কারবোরো বা মিসিসাগার বাসিন্দা হলে সেখানে বইগুলো ডেলিভারী করা যাবে হাতে-হাতে বিনা-মূল্যে। 

২. আপনার ঠিকানায় বইগুলো ক্যানাডা পোস্টের মাধ্যম্যে পাঠানো সম্ভব তবে তাতে কিছু খরচ হবে।

৩.  বইগুলি আপনি  নিজে টরন্টো থেকে আমাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারেন। আমরা ডাউনটাউনে (টরন্টো) অবস্থিত।
অর্ডার ফাইনালাইজ করবার তিনদিনের মধ্যে অর্ডার বাতিল বা পরিবর্তন করতে পারবেন। এরপর অর্ডার বাতিলযোগ্য নয়।